

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের কৃষকেরা একসময় তাদের জমিতে চাষ করতেন বিষাক্ত তামাক। সেসব জমিতে এখন দেখা মিলছে মিষ্টি বাউকুলের।
অল্প সময়ে দ্বিগুণ লাভ দেখে ঈদগড়ের বহু চাষি তামাক চাষ ছেড়ে বাউকুল চাষে উৎসাহিত হচ্ছেন।
ঈদগড়ের মিষ্টি বাউকুলের সুনাম এখন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বাউকুল চাষ করে এখন অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন। অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।
এই বছর ঈদগড়ে ৩২ হেক্টর জমিতে চাষ করা হয়েছে বাউকুল। প্রতি হেক্টর জমিতে ৭২০টি বাউকুল গাছের চারা রোপণ করা যায় ।
প্রতি হেক্টর জমিতে বাউকুল চাষে খরচ হয় ৯ লাখ টাকা। এক হেক্টর বাউকুল গাছ থেকে চাষিরা ৩৫-৪০ মেট্রিক টন কুল সংগ্রহ করেন, যার বাজারমূল্য ১৮ লাখ টাকা।
সুনাম ছড়িয়ে পড়ায় ঈদগড়ের বাউকুল বাগান থেকে কুল কিনছে জেলার বিভিন্ন এলাকার লোকজনও।
জেলার প্রথম বাউকুল চাষের উদ্যোক্তা রহিম উল্লাহ দৈনিক চট্টগ্রাম পোস্ট’কে জানান,বাউকুল চাষে লাভ দেখে বেকার যুবকরা এই ফল চাষের দিকে ঝুঁকছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে অনেকে এই ফল চাষ করতে পারছেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেকারদের সংঘবদ্ধ করে বাগান করার উদ্যোগ নিলে তারা উপকৃত হতেন।