শনিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন

বাঁশখালীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে বাঁশখালী সরকারী আলাওল ডিগ্রি কলেজ হল রুমে উপজেলা-পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার লোকমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শাখাওয়াত জামান দুলাল।

বাঁশখালী উপজেলা বিএনপির অভিভাবক সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস ছবুর, পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়া। এডিশন পিপি এডভোকেট শওকত ওসমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফজলুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল হক, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মহসিন, খানখানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহেদুল হক সহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, এবং ছাত্রদলসহ বিএনপি,র বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন।

জিয়াউর রহমানের জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হবো ও গণতন্ত্র ফিরে পাবো।


সম্পর্কিত খবর