শনিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যাম্পাস

৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে আয়োজিত ছাত্রদলের প্রীতিভোজের অনুষ্ঠান শেষে সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ছাত্রদলের প্রীতিভোজে হামলাকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ রবিবার চবি ছাত্রদলের পূর্বঘোষিত ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে চবি শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে যা চাকসু ভবন অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী চবি প্রক্টরের সাথে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ প্রদান করে চবি ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় প্রক্টরের সাথে মতবিনিময় করেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

এসময় প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নিশ্চয়তা প্রদান করেন।


সম্পর্কিত খবর