খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান এই তিন পার্বত্য জেলায় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে খাগড়াছড়ি দীঘিনালার বৃষ্টি সেন। এই অর্জনের মধ্যদিয়ে সে কৃতিত্বের ধারা অব্যাহত রেখেছে। বৃষ্টি খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারের ব্যবসায়ী বরীন্দ্র কুমার সেনের একমাত্র মেয়ে। বৃষ্টির কৃতিত্বের এমন খবর ছড়িয়ে পড়লে রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তার উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে। এমন কৃতিত্বে গর্ববোধ করেন সকলে।
বৃষ্টি বলেন, যে কোন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিয়ম অনুযায়ী পড়ালেখার কোনো বিকল্প নাই।
বৃষ্টি সেন ২০২৪ চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করে। এর আগে, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পাস করে। বৃষ্টি সেন পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি প্রতিটি পরীক্ষায় সব বিষয়ে লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং প্রতি ক্লাসে বৃত্তিপ্রাপ্ত হয়েছে।
পাহাড়ের সেরা হয়ে অভিবাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বৃষ্টি সেন। মেয়ের এমন সাফল্যে শিক্ষকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার বাবা ও মা। সে যেন একজন ভালো চিকিৎসক হয়ে সুচিকিৎসা দিয়ে মানুষের সেবা করতে পারে সেজন্য সকলের দোয়া আশীর্বাদও কামনা করেছেন তারা।
বৃষ্টি সেনের শিক্ষক চঞ্চল বড়ুয়া তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, অভিনন্দন বৃষ্টি
একজন শিক্ষকের এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারেনা, বৃষ্টি সেন এর এই অর্জনে শিক্ষক হিসেবে গর্ববোধ করছি।
বৃষ্টি সেন বলেন, পড়ালেখার কোন বিকল্প নেই। সবসময় বইয়ের সংস্পর্শে থাকতে হবে। সে কারণে প্রতিটা পরীক্ষাই সাফল্য পেয়েছি। তবে এই সাফল্যের পেছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।
বৃষ্টি সেনের বাবা ব্যবসায়ী রবীন্দ্র কুমার সেন বলেন, আমাদের একমাত্র মেয়ে ভালো ফলাফল করবে এটা বুঝতে পারিনি। সৃষ্টিকর্তার কৃপা এবং সকলের আশীর্বাদ ছিল বলেই এমনটি হয়েছে। মেয়ে যেন একজন ভালো চিকিৎসক হয় সেজন্যও সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.