

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মাপাড়া এলাকায় মুক্তিপনের মাধ্যমে মুক্তি পেয়েছে এক অপহৃত ব্যাক্তি।
গত ১১ ফ্রেবুয়ারী মঙ্গলবার রাতে
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মাপাড়ার মোদি দোকানদার সৃষ্টি ত্রিপুরা (৩৬) কে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা।
পরে অজ্ঞতস্হান হতে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
দফায় দফায় দরকষাকষি পর মুক্তিপনের বিনিময়ে ১৪ ফেব্রুয়ারী রাতে কালাপনি এলাকা থেকে ছাড়া পেয়েছে অপহৃত সৃষ্টি ত্রিপুরা। তবে কারা অপহরণের সাথে জড়িত তা নির্দিষ্ট করে বলতে পারেনি সে।
সৃষ্টি ত্রিপুরার পরিবার জানায় গতকাল বিকাল থেকে কয়েক জায়গা পরিবর্তন করার পর রাতে মুক্তিপনের টাকা বুজিয়ে দেওয়া হলে রাতেই তাকে ছেড়ে দেয় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা।
মুক্তিপণ দিয়ে ছেলেকে মুক্ত করার কথা স্বীকার করলেও কক টাকা মুক্তিপন দিয়েছে তা নির্দিষ্ট করে স্বীকার করেনি অপহৃতের পিতা অলংগ্য ত্রিপুরা।
মুক্তিপণ দিয়ে অপহৃতকে উদ্ধারের বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল চৌধুরী বলেন ভিকটিম উদ্ধার হয়েছে জানি কিন্তু মুক্তিপনের বিষয়ে কিছুই জানিনা।