

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬, বাঁশখালী আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বাঁশখালীতে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামী ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা-২০২৫ অনুষ্ঠানে প্রার্থীর নাম ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব জাফর সাদেক।
এ সময় অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম কে বাঁশখালীর সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা দেন। চূড়ান্ত হওয়া প্রার্থীদের নিজ নিজ সংসদীয় এলাকায় কাজ করারও নির্দেশনা দেওয়া হযেছে।
অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এর বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।