বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাষ্ট ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড'র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রধান পৃষ্ঠাপোষক ও উপদেষ্টা লায়ন রুপম কিশোর বড়ুয়া'র পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার ১৪ ফেব্রুয়ারী'২৫ সিলেট জেলার দক্ষিণ সুরমা এলাকার স্বপ্নের বিদ্যানিকেতনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ শীতবস্ত্র বিতরণের পঞ্চম তম কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- সিলেট অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সংগঠক, সাংবাদিক উৎফল বড়ুয়া'র সার্বিক তত্তাবধানে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার স্বপ্নের বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও অত্র অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা, গোবিন্দগঞ্জ আবদুল স্মৃতি কলেজ এর সহকারী অধ্যাপক বরন চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নের বিদ্যানিকেতন ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন প্রতিষ্ঠাতা মো: তারেক আহমেদ, শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্ত প্রমুখ।
এছাড়া যুব পরিষদ এযাবৎ দেশের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ, বন্যাসহ যেকোন দুর্যোগকালীন মানুষের পাশে দাড়ানো এবং মানব কল্যাণে কাজ করে চলেছে।
বক্তাগণ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নেতৃবৃন্দসহ লায়ন রুপম কিশোর বড়ুয়া এবং অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাষ্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.