রবিবার , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা উপজেলা

পিসিসিপি রাঙামাটি জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি’র) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) শহরের কসমস রুপটপ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম।

এতে প্রবন্ধ পাঠ করেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ন সম্পাদক মো: মহিবুল্লাহ নুহাশ। পিসিসিপি’র লিফলেট পাঠ করে শুনান সহ-সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন পিসিএনপির রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পিসিসিপি রাঙামাটি উপদেষ্টা কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন, পিসিসিপি রাঙামাটি জেলার প্রচার সম্পাদক মো: ইসমাঈল গাজী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ প্রমুখ।

এসময় পিসিসিপির নেতারা বলেন, কোন বিশেষ সম্প্রদায় সকল ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করবে আর অন্যরা নিদারুন বৈষম্যের শিকার হবে তা বাংলাদেশের মহান সংবিধানের ৪টি মূলনীতি-সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এর পরিপন্থী। সর্বোপরী মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের চেতনায় সকল নাগরিকের সমঅধিকার রক্ষা, বৈষম্য নিরসন ও সুযোগের সমতা নিশ্চিতের মর্মার্থকে ব্যাহত করে। দীর্ঘ দিন ধরে চলে আসা এসব বৈষম্যের কারণে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক বিদ্বেষ, অনাস্থা, হানাহানী দিনদিন বেড়েই চলেছে। সার্বিক বিবেচনায় উচ্চশিক্ষা ও চাকরিতে সঠিক ভাবে কারা অনগ্রসর তা যাচাই করে প্রয়োজনীয় সংস্কার করা একান্ত প্রয়োজন।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বঞ্চিত, নিপীড়িত, প্রান্তিক, অনগ্রসর বাঙালি জনগোষ্ঠীকে পিছনে রেখে বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন কোন দিন সার্থক হবে না। ক্ষুধা ও দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত দেশ গড়তে বাংলাদেশের সকল প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমান অধিকার প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান পিসিসিপি নেতৃবৃন্দরা। উক্ত ইফতার মাহফিল দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।


সম্পর্কিত খবর