রবিবার , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা উপজেলা

রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক গাড়ি চালক গ্রেফতার

রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক গাড়ি চালককে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।

শনিবার (২২ মার্চ ) রাত সাড়ে ৮ টার দিকে রামু থানা পুলিশের একটি চৌকস টিম মরিচ্যা থেকে আসার সময় রামুগামী একটি মাইক্রোবাসকে থামানোর নির্দেশ দিলে চালক সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার সময় রামু থানা পুলিশ আটক করেন।

গাড়িটিতে ব্যাপক তল্লাশী করে পেছনে সিটের বডির নিচে ঝালাইকৃত লোহার অংশের ভেতর অভিনব কায়দায় লুকানো ৪০ হাজার ইয়াবা পিস গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে উদ্ধার করা হয়।

ইয়াবা বহন করার দায়ে গাড়ি চালক মো: নেজাম উদ্দিনকে (২৮) গ্রেফতার করা হয়েছে এবং ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত টয়োটা নোহা গাড়িটি জব্দ করা হয়।

ইয়াবা উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


সম্পর্কিত খবর