দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ হাসিমপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান, উপজেলার হাসিমপুরে ফসলি জমির টপ—সয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার (১৩ই এপ্রিল) উপজেলার ৮ নং হাশিমপুর ইউনিয়নের সোনায়ছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছেন।
জানা যায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ ভাবে মাটি কাটার গোপন সংবাদ পেয়ে চন্দনাইশ উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব'র নেতৃত্বে অভিযান পরিচলানা করা হয়। এই সময় ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক, দুইটি ডাম্পার গাড়ি, ও একটি মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কাভেটর জব্দ করা হয়।
আটককৃতরা হলেন
মোহাম্মদ আবদুর রহমান (৩৮), পিতা সেলিম মিয়া, মোহাম্মদ রাশেদ মিয়া (৪৫), পিতা হান পুরিয়া, মোহাম্মদ আবদুল আলীম (৫৫), পিতা মৃত বাদশা মিয়া, মোহাম্মদ নুরুল আমিন (৪০), পিতা জাফর আহমদ, মোহাম্মদ জাহাঙ্গির আলম (৪২), পিতা নাজা মিয়া, উভয়ের সর্বসাং ৮ নং হাশিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম।
দীর্ঘদিন যাবৎ এ মাটি খেকোর দল প্রতিদিন নিয়মিত ভাবে ফসলি জমির টপ সয়েল কেটে বিভিন্ন ইট ভাটায় পাচার করে আসছে। মাটি খেকোর দল প্রভাবশালী হওয়াই স্থানীয় এলাকার লোকজন তাদেরকে বাঁধা দিতে ভয় পায়।
এই এলাকায় যে সকল জমির টপ সয়েল কাটা হয়েছে সবই আটককৃত ব্যক্তিরা করেছেন বলে স্থানীয় প্রত্যক্ষ্যদশীর্রা জানান। এই বিষয়ে চন্দনাইশ আর্মি ক্যাম্প সূত্রে জানা যায় উপজেলায় এই ধরনের অবৈধ মাটি কাটা, ও যেকোন ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.