রবিবার , ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

ফটিকছড়ি শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শান্তিরহাট উচ্চ বিদ্যালয়-এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ মে) বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক আব্দুল বারেকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাতিজা ইঞ্জিনিয়ার মাহমুদ। সংবর্ধিত অতিথি ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সাংবাদিক নুরুল ইসলাম রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব, স্কুলের প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ ইউনুছ, দাতা সদস্য আব্দুল করিম সওদাগর।

এছাড়া অভিভাবক প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান, শাহ মাছুম, সেলিম উদ্দিন, আবুল খায়ের, হারাধন মহাজন, সরওয়ার হোসেন, সন্তোষ কুমার শীল, দিদারুল আলম চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান, শাহাদাৎ হোসেন, বিদ্যুৎ কুমার, এম. এ. কাদের প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


সম্পর্কিত খবর