

পিরোজপুর নেছারাবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) -কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে কৌশিক সাহা (১৮) নামে এক যুুুুুুুবককে আটক করেছে নেছারাবাদ থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) দুপুরে পুলিশ তাকে আটক করে ।
কৌশিক সাহা উপজেলার জগৎপট্টি গ্রামের কাপড় ব্যবসায়ী সুব্রত সাহার ছেলে ও বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন।
স্থাণীয়রা জানায়, কৌশিক সাহা একটি ষ্ট্যাটাসের বিপরীতে নিজের ফেসবুক আইডি থেকে কয়েক দিন আগে মহানবী (সা.) -কে নিয়ে একটি বাজে মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় মুসল্লিদের নজরে আসে।
পরে শুক্রবার (১৬ মে) দুপুরে মুসল্লিরা বিক্ষোভ করেন। এ সময় কৌশিককে গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানানো হয়। পরে পুলিশ গিয়ে তাকে নিজ বাসা থেকে গিয়ে তাকে আটক করে ।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন জানান, খবর পেয়ে ওই ছেলেকে আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা করে তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।