বৃহস্পতিবার , ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

খেলাধুলা

বিমান বিধ্বস্তে শোকে কাতর কোহলি-রোহিতরা

 

 

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪১ জন। সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইট উড্ডয়নের মাত্র ৫ মিনিট পর মেঘানি নগরে বিধ্বস্ত হয়। এতে বিমানের সব যাত্রী ও ক্রু নিহত হন, তবে অলৌকিকভাবে একজন জীবিত আছেন বলে জানায় কর্তৃপক্ষ। এই হৃদয়বিদারক ঘটনায় শোক জানিয়েছেন ভারতের ক্রীড়া অঙ্গনের তারকারা। এই ঘটনায় গোটা ক্রীড়াজগতে নেমে এসেছে গভীর শোক।

রোহিত শর্মা লেখেন, আহমেদাবাদ থেকে দুঃখজনক খবর এলো। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

বিরাট কোহলি বলেন, খবর শুনে মর্মাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

যুবরাজ সিং, পিভি সিন্ধু, নীরাজ চোপড়া, ভিনেশ ফোগাট, সুনীল ছেত্রীসহ অনেকেই শোক প্রকাশ করে বলেন, এটি ভারত তথা বিশ্বের জন্য এক বেদনাবিধুর মুহূর্ত।

আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান লিখেছেন, মর্মান্তিক দুর্ঘটনা। সবার জন্য প্রার্থনা।

এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন।


সম্পর্কিত খবর