

গত মঙ্গলবার (১৭ই জুন) ২০২৫ ইং থেকে নিখোঁজ হওয়া মোঃ মোরশেদ (১৯) এর খোঁজ মিলেনি এখনো।
মোঃ মোরশেদ কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ৯নং ওয়ার্ড করলিয়ামুরা এলাকার মাছ ব্যবসায়ী আলী আহমদ এর ছেলে এবং সেও বাবার সাথে ব্যবসা করতেন।
নিখোঁজের ৫ দিন পেরোলেও এখনো খোঁজ মিলেনি মোঃ মোরশেদের।
মোঃ মোরশেদ নিখোঁজের পর পরিবারের লোকজন আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়ে যান।
তাকে খোঁজে না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।
কেউ সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
সন্ধান দিন-
পিতা- আলী আহমদ ০১৮৮৪-৭৬৭৫৪৭