

হেঁয়াকো কড়ই বাগান এলাকায় বাসচাপায় মোহাম্মদ রাজু (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) দুপুরে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া এলাকার সাইদুল হক লাকির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে নিজ বাড়ি হেঁয়াকো ফেরার পথে খাগড়াছড়িগামী ‘ইকোনো বাস সার্ভিস’-এর একটি বাস বিপরীত দিক থেকে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই শাকিল চৌধুরী রনি জানান, রাজু ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন। আমরা সবাই শোকাহত। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন। এদিকে দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দাঁতমারা ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিজ জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাসটিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।