বৃহস্পতিবার , ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

বোয়ালখালীতে এইচএসসি-২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা

 

বোয়ালখালীতে এমবিশন প্লাস একাডেমিক
কেয়ার-এর এইচএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং প্রতিষ্ঠানটির ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) কানুনগোপাড়া শাখা ক্যাম্পাসে এই আয়োজনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানের পরিচালক সৌরভ এর সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক রাজীব বড়ুয়া, মনসুর আলী, লতিফুল কবির, রিপ্ত নাথ, মনিরুল হকসহ আরও অনেকে।

এইচএসসি-২৫ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের আগাম শুভকামনা জানানো হয়। অতিথিরা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন,“মুখস্থনির্ভর পড়ালেখার সীমা ছাড়িয়ে চিন্তার জগতে প্রবেশ করো।

এখনকার প্রযুক্তি, দিকনির্দেশনা ও প্রশিক্ষণের সুবিধা কাজে লাগিয়ে নিজেদের তৈরি করো ভবিষ্যতের জন্য। শুধু পরীক্ষায় পাস নয়, শেখার জন্য পড়ো—কারণ শেখাই ভবিষ্যতের পথ তৈরি করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করার উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।


সম্পর্কিত খবর