বৃহস্পতিবার , ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা উপজেলা

সীমান্তে আরাকান আর্মির পাতা মাইন বি*স্ফোরণে ১৭ বছরের যুবক আ*হত

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আরাফাতুল ইসলাম ওরফে বাদল (১৭) নামে এক বাংলাদেশি যুবক মারাত্মক আহত হয়েছে। বিস্ফোরণে তার বাম পায়ের নিচের অংশ (গোড়ালি) বিচ্ছিন্ন হয়ে যায়।

রবিবার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি এলাকার সাপমারা ঝিরি সীমান্তে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত আরাফাতুল ইসলাম একই এলাকার খুইল্লা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ওই সময় জামছড়ি সীমান্তের শূন্যরেখা দিয়ে মিয়ানমার থেকে চোরাইপণ্য আনতে গিয়েছিল একদল চোরাকারবারি। এ সময় সীমান্তের মিয়ানমার অংশে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ড মাইনে পা রাখলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আরাফাত মারাত্মকভাবে আহত হয়।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। সীমান্তে নিরাপত্তা জোরদারে আমরা সংশ্লিষ্টদের অবহিত করব।”

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “ঘটনাটি শুনেছি। প্রাথমিকভাবে জানা গেছে, চোরাইপণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হয়েছে ওই যুবক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত এলাকাটি দীর্ঘদিন ধরে চোরাচালান ও সশস্ত্র সন্ত্রাসীদের চলাচলের জন্য পরিচিত। সীমান্তে মিয়ানমার সেনা ও বিদ্রোহীদের মাঝে সংঘর্ষের জের ধরে প্রায়ই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে, যার শিকার হচ্ছেন বাংলাদেশি নাগরিকরাও।


সম্পর্কিত খবর