

মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে খ্যাত শেফালী জারিওয়ালা।
ভারতীয় বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালে পৌঁছানোর পরই।
জানা গেছে, অভিনেত্রীর স্বামী পারাস টাইগি ছিলেন তার সঙ্গে এবং তিনিই শেফালীকে হাসপাতালে নিয়ে যান।হৃদরোগে মৃত্যু, নাকি অন্য কিছু?তাৎক্ষণিকভাবে শেফালীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক বলে ধারণা করা হলেও, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ফলে এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যুকে ঘিরে বলিউড অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন ও প্রশ্ন।
বলিউডে শোকের ছায়াশেফালীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউড তারকাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও ভক্তরা তাকে স্মরণ করছেন ভালোবাসা ও শ্রদ্ধায়।