

-চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে প্রত্যাহার করে নতুন ওসি হিসাবে যোগ দিচ্ছেন যুযুৎ যশ চাকমা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)ব্লকেড কর্মসুচির চাপে ২রা জুলাই বুধবার রাত ১১টায় বর্তমান ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ২দফা লাঠি চার্জের দায়ে ছাত্ররা ওসি অপসারণের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরুদ্ধ রেখে ব্লকেড কর্মসুচি পালন করে বুধবার সারাদিন। প্রত্যাহারের আশ্বাস পেয়ে দীর্ঘ ৮ঘন্টার পর সন্ধ্যা ৭টায় মহাসড়ক অবরোধ তুলে নেন ছাত্ররা।রাত ১১টায় ওসিকে প্রত্যাহারের ঘোষণা আসে এবং তার স্থলে যুযুৎ যশ চাকমা,চন্দনাইশ থানার ওসি(তদন্ত) হলেও আপতত পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম জেলা সুপার (এসপি)সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ওসি জায়েদ নুরকে পটিয়া থানা হতে প্রত্যাহার করে চট্টগ্রাম রেন্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হবে।