বৃহস্পতিবার , ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

পুইছুড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন মেরিন চীফ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী

 

বাঁশখালী পুইছুড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক বোর্ড, চট্টগ্রাম।

গত বুধবার পুইছুড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (জিএম) বাঁশখালীর পূর্ব পুইছড়ি গ্রামের ঐতিহ্যবাহী মিয়া বাড়ির সন্তান মেরিন চীফ ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত স্মারক নং- চশিবো/বিদ্যা/চট্ট:দ:(বাঁ)/১২৬০/৯৭ (অংশ-১)/৩৫৭৩(৩)।

গত ২ জুলাই নতুন এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা শিক্ষক অফিসার মনোনীত সদস্য মোঃ ইমরুল কায়েস, জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মনোনীত সদস্য এনামুল হক। কমিটিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ কামরুল হুদা।


সম্পর্কিত খবর