বৃহস্পতিবার , ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যাম্পাস

জুলাই শহীদদের স্মরণে কুবির বাঁশখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মাসব্যাপী কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বাঁশখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই বিপ্লব’-এর শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। শনিবার (৫ জুলাই) বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মের মধ্যে ‘জুলাই বিপ্লব’-এর চেতনা ছড়িয়ে দেওয়া এবং শহীদদের আত্মত্যাগ স্মরণ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। মাসব্যাপী চলা এ কর্মসূচিতে পরিবেশগত সচেতনতা সৃষ্টি থেকে শুরু করে শিক্ষামূলক নানা আয়োজন অন্তর্ভুক্ত রয়েছে।

কর্মসূচির বিস্তারিত সূচিতে রয়েছে:

১–১০ জুলাই: বৃক্ষরোপণ অভিযান।
১১–১৫ জুলাই: প্রামাণ্যচিত্র প্রদর্শন ও প্রচারণা।
১৬ জুলাই: শহীদদের স্মরণে দোয়া মাহফিল।
১৭–৩১ জুলাই: আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ে প্রতিযোগিতা।
৩২–৩৪তম দিন: প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
৩৫তম দিন: সেমিনার ও পুরস্কার বিতরণ।
৩৬তম দিন: ‘জুলাই স্মৃতি পাঠাগার’-এর উদ্বোধন।

বৃক্ষরোপণ কর্মসূচির দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

বাঁশখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মিনহাজুল ইসলাম রনি বলেন, “আমরা কখনো জুলাই বিপ্লবকে ভুলবো না। শত শত তাজা প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে স্মরণ করতেই বাংলাদেশের প্রায় সব ক্যাম্পাসে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে।”

আয়োজকদের দাবি, ইতিহাস-সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণের মতো সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে তারা নতুন প্রজন্মকে গড়ে তুলতে চান একটি সচেতন ও মূল্যবোধভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে।


সম্পর্কিত খবর