বৃহস্পতিবার , ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা উপজেলা

পটিয়ায় ঘরের বিছানায় শঙ্খিনী সাপ।

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মাহদাবাদ গ্রামে ৪ই জুলাই শুক্রবার রাত ১০টায় পাতিলা বাপের শোবার ঘরের বিছানায় একটি বিষাক্ত সাপ দেখতে পেয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায় পরিবারের সদস্যরা।

চিৎকার শুনে এলাকার লোকজন ঘরে এসে বিছানায় বিষাক্ত সাপটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে ৯৯৯তে কল দিলে ১ঘন্টার পর বন্য প্রাণী প্রেমী নাঈম উদ্দিন বিজয় ঘরে ঢুকে সুকৌশলে সাপটি উদ্ধার করে। এটা শঙ্খিনী সাপ বলে তিনি জানান।তবে এই সাপ সহজে মানুষের ক্ষতি করে না।

সাপটি উনার হেফাজতে রাখেন। চিকিৎসা সেবা দিয়ে বনে অবমুক্ত করে দিবেন বলে তিনি জানান।


সম্পর্কিত খবর