

সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, বারইয়ার হাট বাজারে ছাত্রদলের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) উপজেলার বড়তাকিয়া বাজারে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, গাজী নিজাম ও দিদারুল আলম মিয়াজীর নামে অপপ্রচারের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হয়।
১২ নং খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামানের সভাপতিত্ব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিনের সঞ্চানালয় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক, নুরুল আলম কোম্পানি, ডাঃ শহিদ, ছালা উদ্দিন, শাহদাত মেম্বার। মোহাম্মদ তাজউদ্দীন, মোঃ শহীদ, মোহাম্মদ মিরাজ শহীদ জিয়া স্মৃতি সংসদ বড়তাকিয়া।
খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন সুমন,যুগ্ন সম্পাদক নিজাম উদ্দিন, নাজিম উদ্দিন, আসলাম খান । খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান, সদস্য সচিব আকবর মির্জা, নাজমুল হাসান,ছাত্র দলের ইকবাল, সামিম প্রমুখ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।