বৃহস্পতিবার , ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষক নি*হত

 

সাতকানিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ সাদেক হোসেন (২৪)। গতকাল শুক্রবার রাতে উপজেলার চরতী ইউনিয়নের মধ্যম দুরদুরীর ঘোনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সাদেক হোসেন চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুরদুরী সেন্টার এলাকার আবুল হোসেনের ছেলে।চরতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বন্যা হাতির একটি দল চরতীর মধ্যম দুরদুরী এলাকায় পাহাড়ের পার্শ্ববর্তী লোকালয়ে চলে আসে।

স্থানীয় বাসিন্দারা টর্চ লাইটের আলো জ্বালিয়ে ও বাঁশি বাজিয়ে হাতির দলটিকে পাহাড়ের দিকে তাড়িয়ে দেন। পরে কৃষক মোহাম্মদ সাদেক হোসেন বাড়িতে ফিরে আসছিলেন। এ সময় একটি হাতি ছুটে এসে সাদেক হোসেনকে শুঁড়ে তোলে আছড়ে মারেন। এতে ঘটনাস্থলেই সাদেক হোসেন নিহত হয়েছেন।

বন বিভাগের মাদার্শা কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, বন্য হাতির একটি দল দীর্ঘদিন ধরে উপজেলার এওচিয়া, চরতী ও মাদার্শা ইউনিয়নের পাহাড়ে অবস্থান করছে। মাঝেমধ্যে হাতির দলটি খাবারের সন্ধানে লোকালয়ের কাছাকাছি চলে আসে।

গতকাল শুক্রবার রাতেও হাতির একটি দল চরতীর মধ্যম দুরদুরীর ঘোনা পাড়া এলাকায় চলে এসেছিল। এ সময় হাতি তাড়াতে গিয়ে একটি হাতির আক্রমণে স্থানীয় এক কৃষক নিহত হয়েছেন। ওই কৃষকের পরিবারের পক্ষ থেকে বন বিভাগে আবেদন করার জন্য বলা হয়েছে। আবেদন পাওয়া সাপেক্ষে সরকারি পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে।

 


সম্পর্কিত খবর