বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশ

হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় আহত খুকী রাণীর পরিবারকে অনুদান প্রদান

 

হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত খুকী রাণীর চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন অনুদানের চেক প্রদান করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন আহত খুকী রাণীর পুত্র মিটন নাথকে চেকটি হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ২২ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় খুকী রাণী গুরুতর আহত হন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


সম্পর্কিত খবর