বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আইন আদালত

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ২

 

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করে ৩৪ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় টহল জোরদার করা হয়। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মিয়ানমার দিক থেকে তিনজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের আটকাতে এগিয়ে যায়। এসময় তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা সম্ভব হয়। অপর একজন অন্ধকারের সুযোগে জঙ্গলে পালিয়ে যায়।

আটককৃতরা হলো—(১) মো. আরপান অপি (১৯), পিতা-মো. বক্তার আহমেদ, গ্রাম-মধ্যপাড়া, পোস্ট-বালুখালী, থানা-নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।অপরজন হলেন-(২) মো. জিয়াবুল হক (৩৬), পিতা-আবুল বাসার, এফডিএমএন ক্যাম্প-৭, ব্লক-সি-১১।

তল্লাশি করে তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এ প্রতিবেদককে বলেন, “পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ কার্যক্রম দমন করে স্থানীয়দের আস্থা ফেরাতে বিজিবি নিরলসভাবে কাজ করছে।”

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।


সম্পর্কিত খবর