বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনীতি

ন্যায় শাসন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নির্বাচন অপরিহার্য

হাটহাজারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এস এম ফজলুল হক

 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, “দেশের মানুষ ন্যায় শাসন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। সে নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে জনগণের রায় নিয়ে বিএনপি আগামীতে দেশ পরিচালনা করবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার ফতেপুর-চিকনদন্ডী ইউনিয়ন ও দক্ষিণ পাহাড়তলী চসিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় আমান বাজার চত্বরে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চিকনদন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মনসুর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক লায়ন হারুন অর রশীদ, প্রফেসর মির্জা শহীদুল্লাহ বাবুল, আলহাজ্ব নুরুন্নবী তালুকদারসহ স্থানীয় ও জেলা নেতারা।
সমাবেশ শেষে এস এম ফজলুল হকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী রামগড়-হাটহাজারী মহাসড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি হয়।

 


সম্পর্কিত খবর