মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয়

কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ : দগ্ধ তিনজনের অবস্থা গুরুতর

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটার দিকে এই ঘটনা ঘটে। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ (৪২), মো. নুরুল হুদা (৪০), মো. জয় হাসান (২৪) এবং ওয়ার হাউস অফিসার জান্নাতুল নাঈম (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্টার ডা. ফজলে রাব্বি। তিনি জানান, টঙ্গী থেকে একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানেও ফায়ার সার্ভিসের চারজনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ‍্যে নুরুল হুদার শরীরের ১০০ শতাংশ, শামীম আহমেদের ১০০ শতাংশ, অফিসার খন্দকার জান্নাতুল নাঈমের ৪২ শতাংশ ও জয় হাসানের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই চার জনের মধ‍্যে ফায়ার ফাইটার নুরুল হুদা, শামীম আহমেদ ও অফিসার জান্নাতুল নাঈমের অবস্থা গুরুতর। জয় হাসানকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেব। এই তিনজনকে অফজারভেশনে রাখা হয়েছে। তাদের অবস্থা খারাপ হলে তাদেরকে আইসিইউতে শিফট করা হবে।

 


সম্পর্কিত খবর