

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ সহ মিরসরাই পৌর সদরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সুফিয়া রোডে অবস্থিত মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ ও মিরসরাই কলেজ রোডের টুকু মিয়া শপিং কমপ্লেক্সে এ চুরির ঘটনা ঘটে।
চোরের দল মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কক্ষ থেকে নগদ ৪২ হাজার টাকা ও কম্পিউটারের একটি হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। এছাড়া টুকু মিয়া শপিং কমপ্লেক্সের সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশনের নগদ ৬০ হাজার টাকা ও জেন্টস আইটেম, সিয়াম এন্ড সিফাত স্পোর্টস, বিছমিল্লাহ কুলিং কর্ণারের সিগারেট নিয়ে যায়। এছাড়াও বেশ কয়েকটি দোকানের তালা ভাঙ্গার চেষ্টা করে।
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মনির উদ্দিন বলেন, রবিবার বিকেলে কাজ শেষ করে অফিস তালাবদ্ধ করে সবাই চলে যাই। সন্ধ্যা ৬টা থেকে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও নৈশ প্রহরী কৃষ্ণ ধন দাস (৫৫) নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত হন। রাত আনুমানিক ২টা নাগাদ বৃষ্টি হওয়ায় কৃষ্ণ ধন দাস বিশ্রামের জন্য তার কক্ষে যায়। সকালে উঠে দেখেন তার কক্ষের বাহিরে লক করা। এসময় তিনি স্থানীয় সুজন দেবনাথকে ডাক দিলে তিনি এসে দরজা খুলে দেন। পরবর্তীতে কৃষ্ণ ধন দাস পরিষদের দ্বিতীয় তলায় অবস্থিত আমার কক্ষের সামনে গিয়ে দেখেন দরজার তালা ভাঙ্গা, সবকিছু এলোমেলো। বিষয়টি তিনি তাৎক্ষণিক আমাকে অবহিত করেন। আমি পরিষদে গিয়ে দেখি অফিসের আলমারিতে থাকা নগদ ৪২ হাজার টাকা ও ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১টি ডেক্সটপ কম্পিউটার নেই। এসময় পরিষদের আশপাশে খুঁজতে গিয়ে দেখি ডেক্সটপ এবং মনিটর বিল্ডিংয়ের পরিত্যক্ত স্থানে রেখে হার্ডডিক্স নিয়ে গেছে চোর। চুরির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পাশাপাশি মিরসরাই থানা লিখিত অভিযোগ দায়ের করেছি।
সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশনের সত্বাধিকারী মো. শিফাত বলেন, ‘রবিবার আমি চট্টগ্রাম শহরে ছিলাম। সোমবার সকাল ৮টার দিকে একই মার্কেটে চুরি হওয়া বিছমিল্লাহ কুলিং স্টোরের সত্বাধিকারী করিম আমাকে ফোন দিয়ে বলেন আমাদের দোকানে চুরি হয়েছে। এসে দেখি আমার সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশন এবং সিয়াম এন্ড সিফাত স্পোর্টসের দোকান খোলা অবস্থায় রয়েছে। বিষয়টি মার্কেটের জমিদারকে জানিয়েছি। চোরেরা চুরির আগে মার্কেটের সিসিটিভি এবং আমার দোকানের সিসিটিভির তার কেটে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই মার্কেটে সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশন এবং সিয়াম এন্ড সিফাত স্পোর্টস নামে দুইটি দোকান রয়েছে। চোরের দল সিয়াম এন্ড সিফাত স্পোর্টসের তালা ভেঙ্গে ভিতরে থাকা চাবি নিয়ে সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশনের তালা খুলে দোকানের ক্যাশ বক্সে থাকা নগদ প্রায় ৬০ হাজার টাকা, কিছু জেন্টস আইটেমসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।’
বিছমিল্লাহ কুলিং কর্ণারের সত্বাধিকারী মো. করিম বলেন, ‘সোমবার সকালে দোকানে এসে দেখি দোকানের তালা ভাঙা। ভিতরে গিয়ে দেখি সিগারেট, চায়ের দুধসহ যাবতীয় জিনিসপত্র নিয়ে যায়। এতে আমার প্রায় ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে।’
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদে চুরির বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া কলেজ রোডে টুকুমিয়া মার্কেটে চুরির বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। দু’টো ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।