চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা করা হয়।
বহিষ্কৃতরা হলেন— মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকার।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো। ভবিষ্যতে বহিষ্কৃতরা দলীয় পরিচয় ব্যবহার করে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হচ্ছে।”
বহিষ্কৃত ছাত্রদল নেতা ইনজামামুল হক ইমন অভিযোগ করে বলেন, “এ বহিষ্কার আদেশ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। এতে তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে।”
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা জানান, গত রোববার সকালে নিজামপুর কলেজে ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে দমদমা এলাকায় এক ছাত্রকে ধরে আনার পর বিকেলে ছাত্রদলের দুই গ্রুপ মুখোমুখি হয়। সন্ধ্যায় সংঘর্ষে রূপ নিলে বাজি ও ল্যাঞ্চার দিয়ে হামলার অভিযোগ ওঠে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলের মতে, ওই সংঘর্ষের ঘটনাকেই কেন্দ্র করে উত্তর জেলা ছাত্রদল এ বহিষ্কারাদেশ দিয়েছে।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.