মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

সুন্দর হাটহাজারী” গড়তে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

“যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হাটহাজারী গড়ি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৫ পালিত হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা অতিরিক্ত প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ শরিফ উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, পৌর নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সহকারী প্রকৌশলী সালমা খাতুন ও উপসহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শরিফ উদ্দীন বলেন, “পৌরসভাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে হলে পৌরবাসীদের সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।” তিনি সড়কের দু’পাশে যত্রতত্র যানবাহন পার্কিং না করা এবং ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে হাটহাজারী পৌরসভার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।


সম্পর্কিত খবর