চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ব্রিক ফিল্ড মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
নবনির্বাচিত সভাপতি শাখাওয়াত হোসেন শিমুল ও সাধারণ সম্পাদক এমরান চৌধুরী নেতৃত্বে সমিতির প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ এবং ওসি মন্জুর কাদের ভুইঁয়া এর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন।
কমিটির অন্যরা ছিলেন--
সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, কামাল উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুদ্দিন নাহিদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মুহাম্মদ হেলাল, অর্থ সম্পাদক মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক অদিম শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমামুল হক এবং প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন
সভাপতি শাখাওয়াত হোসেন শিমুল সাক্ষাতের সময় বলেন,
“হাটহাজারীর ব্রিক ফিল্ড খাতকে আরও সুসংগঠিত ও পরিবেশবান্ধবভাবে এগিয়ে নিতে আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,
“উপজেলার উন্নয়ন ও পরিবেশ রক্ষার স্বার্থে প্রশাসন সবসময় সমিতির পাশে থাকবে। নতুন কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশা করি।”
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই হাটহাজারীর ব্রিক ফিল্ড খাতকে আরও সংগঠিত ও দক্ষভাবে পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সমিতি কর্মীদের কল্যাণ, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্ব আরোপ করেন।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.