বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরও

সাহিত্য

মায়ের ডাক

 

মা গো — কতদিন হলো—
শুনি না তোমার স্নেহভরা কথা।
তুমি ছাড়া সব কিছুই শূন্য,
জীবনটা শুধু এক দীর্ঘ ব্যথা।

চোখে জলে ভিজে যায় রাত,
তোমার স্মৃতি আঁকড়ে ধরি।
হাজার মানুষ পাশে থাকলেও —
মা গো, তুমি-ই আমার ভরসা করি।

তোমার আঁচলেই ছিল শান্তি,
তোমার হাসিতেই ছিল আলো।
আজ সেই আঁচল নেই মাথায়;
পৃথিবীটা মনে হয় — কালো।

মা… স্বপ্নে এসো একটু কাছে,
একটু আদর দাও আমাকে।
তুমি থাকলেই জীবন আমার
সুখের রঙে ভরে যায়।

তুমি ওপারে থেকো ভালো,
আমার জন্য প্রার্থনা করো।
মা গো, তোমার স্মৃতির সুরে
আমার জীবন আলোকিত করো।


সম্পর্কিত খবর