বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কৃষি

বাঘাইছড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ও যুব সমাবেশ অনুষ্ঠিত


‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে পারিবারিক হাঁস-মুরগি ও ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন এবং যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন রুমে এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত যুব সমাবেশে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনর্চাজ মোঃ হুমায়ুন কবির।
‎এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থী যুবক যুবতী।

‎উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়নের প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলাম জালাল।

‎এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশিক্ষণে স্থানীয় যুবক-যুবতীদের অংশগ্রহণে হাঁস-মুরগি ও ছাগল পালনের আধুনিক কৌশল, রোগবালাই প্রতিরোধ ও বাণিজ্যিকভাবে পালন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ে আলোচনা করেন। এছাড়া যুব সমাবেশে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য উৎসাহিত করা হয় এবং সরকারি বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।

‎আলোচনা সভার শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন।


সম্পর্কিত খবর