রাঙ্গামাটি বাঘাইছড়িতে পারিবারিক হাঁস-মুরগি ও ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন এবং যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় "প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই প্রতিপাদ্য'কে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন রুমে এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত যুব সমাবেশে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনর্চাজ মোঃ হুমায়ুন কবির।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থী যুবক যুবতী।
উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়নের প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলাম জালাল।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশিক্ষণে স্থানীয় যুবক-যুবতীদের অংশগ্রহণে হাঁস-মুরগি ও ছাগল পালনের আধুনিক কৌশল, রোগবালাই প্রতিরোধ ও বাণিজ্যিকভাবে পালন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ে আলোচনা করেন। এছাড়া যুব সমাবেশে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য উৎসাহিত করা হয় এবং সরকারি বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।
আলোচনা সভার শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.