বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য

নাইক্ষ্যংছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেলেন তিন শতাধিক সীমান্তবাসী

 

বান্দরবানের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ক্যাম্পে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরেছেন শত শত সীমান্তবাসী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে বামহতির ছড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল অফিসার মেজর মোঃ মুত্তাদির প্রায় ৩ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

এসময় (নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ান) ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিজিবি নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে একদিকে যেমন জনগণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন, অন্যদিকে সীমান্ত এলাকায় বিজিবি প্রসংশায় ভূষিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমেও সীমান্তবাসীর পাশে দাঁড়াচ্ছে। জনগণের প্রতি এ সহযোগিতা বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ।”

এ সময় উপস্থিত ছিলেন জোন জেসিও মোশাররফ হোসেন, ভালুক খাইয়া বিওপির ইনচার্জ শাহ আলম, ফুলতলা বিওপির ইনচার্জ মোজাহিদসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এদিকে স্থানীয় জনসাধারণ বিজিবির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “সীমান্ত এলাকায় চিকিৎসা সেবার সংকট দীর্ঘদিনের। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের কষ্ট অনেকটা লাঘব করে।”

সীমান্তে বসবাসকারী দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়ে বিজিবি যে শুধু সীমান্তরক্ষী বাহিনী নয়, বরং মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া একটি আস্থার প্রতীক—সেটিই আবার প্রমাণ করল।


সম্পর্কিত খবর