বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনীতি

হাটহাজারী জামায়াতে ইসলামী’র উদ্যোগে উত্তর মাদার্শায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার উদ্যোগে উত্তর মাদার্শা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের যৌথ আয়োজনে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় ইউনিয়নের একটি স্থানীয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক শোয়েব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, উপজেলা সহকারী সেক্রেটারি মিজানুর রহমান ও সাইফুদ্দিন চৌধুরী, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি এমরান হোসেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি এস. এম. রাশেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর মাদার্শা ইউনিয়ন সভাপতি ও উপজেলা আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইসহাক।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, ইসলামভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কর্মীদের দায়িত্ববোধ ও ত্যাগের মানসিকতা আরও বৃদ্ধি করতে হবে।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।


সম্পর্কিত খবর