খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে সেনা অভিযানে ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে।
সোমবার (০৬ অক্টোবর) ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল এ অভিযান চালায়।
অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেনা সদস্যরা একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেন।
সেনা সূত্রে জানা গেছে, অভিযানের সময় ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করে অভিযানের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে।
সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পাহাড়ের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.