

চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তায় অবৈধভাবে যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
গতকাল রাত ৮টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দণ্ডবিধি আইন ১৮৬০ অনুযায়ী এক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে ইউএনও বলেন, “প্রায়ই যানজটের কারণে মামলা ও জরিমানা করতে হচ্ছে। বাসস্ট্যান্ড এলাকায় বিনা প্রয়োজনে বাস, সিএনজি, পিকআপ, মোটরসাইকেল, টমটম ও ভ্যান রাস্তার ওপর পার্কিং করে রাখা হয়। অনেক পথচারী ফুটপাত ছেড়ে রাস্তায় চলেন, এতে যানজট বাড়ে। এ অবস্থা রোধে সবাইকে সচেতন হতে হবে।”