কর্মসংস্থান ও গবেষণাক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর সঙ্গে আলফা গ্রুপ ও প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড—এই দুই প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৃথকভাবে দুটি চুক্তি স্বাক্ষর হয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের হাতে গড়া স্বনামধন্য প্রতিষ্ঠান আলফা গ্রুপ ও প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। আলফা গ্রুপের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর অনিন্দ কুমার রায় এবং প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর আবু সাঈদ আল সাগর স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে বেরোবির শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং শিল্পক্ষেত্রের বাস্তব চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শিল্প ও একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত প্রচেষ্টার যে ঘাটতি রয়েছে, এই সমঝোতা চুক্তি সেই শূন্যতা পূরণের পথ খুলে দেবে। এটি শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি আরও বলেন,আমাদের সাবেক শিক্ষার্থীরা এখন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এই আনুষ্ঠানিক সহযোগিতা আমাদের জন্য গর্বের বিষয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের উদ্যোক্তা উম্মে কুলসুম পপিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.