

হাটহাজারী মডেল থানা পুলিশের আভিযানিক দল বিগত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১১ জন আসামিকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, ধলই ইউনিয়নের মনিয়া পুকুরপাড় এলাকা থেকে জুয়া খেলার সময় ৪ জন জুয়াড়িকে জুয়ার সামগ্রীসহ আটক করা হয়। এছাড়া মেখল ইউনিয়নের ইছাপুর বাজার এলাকার ওসমান মার্কেটের ছাদের উপর টবে রোপণ করা গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
অন্যদিকে, হাটহাজারী মাদ্রাসা এলাকা থেকে দুটি ধারালো দা-সহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়। নিখোঁজ ডায়েরির ভিত্তিতে ভুজপুর থানা এলাকা থেকে এক নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করা হয়।
এছাড়া পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
একই সঙ্গে ৬ মাসের সাজাপ্রাপ্ত একজন, ৩ মাস করে সাজাপ্রাপ্ত দুইজন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
মোট ১১ জন গ্রেফতারকৃতের মধ্যে ৪ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।