চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বাস্তবায়ন ও সার্বিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তারা নয়টি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ও সহ সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না এসব প্রতিশ্রুতি তুলে ধরেন।
ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা এই ৩৩ দফার মধ্যে তুলে এনেছি। এই দফাগুলো চাকসুর মাধ্যমে আদায় করা সম্ভব। আমাদেরকে নির্বাচিত করলে এগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সম্প্রীতির শিক্ষার্থী জোটের ৯টি ফোকাস পয়েন্ট তুলে ধরেন এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না। সেগুলো হলো- আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সেশনজট, অটোমেশন, শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার, নারীবান্ধব ক্যাম্পাস এবং ওয়েলফেয়ার কার্যক্রম।
ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ১২ মাসের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে ৩৩ দফা সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- একাডেমিক ক্যালেন্ডারে চাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করা, আবাসন সংকট নিরসন, শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন, নিরাপদ বাস সার্ভিস চালু, সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ, সেশনজট নিরসন, কটেজ-মেস শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিতকরণ ও ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ।
এছাড়া মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনা ধারণ, মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কমনরুম, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ, গবেষণায় উৎসাহ, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা উন্নয়ন, গ্রিন ও নিরাপদ ক্যাম্পাস, ফ্যাকাল্টিভিত্তিক সমস্যা সমাধান, সাহিত্য-সংস্কৃতি চর্চার বিকাশ এবং সকল জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
ইশতেহারে আরও রয়েছে- অটোমেশন চালু, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও বৃত্তি, টিএসসি ও কেন্দ্রীয় অডিটোরিয়াম নির্মাণ, শরীরচর্চার সুযোগ বৃদ্ধি, লিগ্যাল এইড সেল গঠন, অফিসিয়াল ইমেইল সহজলভ্য করা, অ্যালামনাই সমন্বয়, মেন্টাল হেলথ কাউন্সিল ও অন-ক্যাম্পাস জবের ব্যবস্থা।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.