বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা উপজেলা

সাতকানিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) সাতকানিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমীর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া পৌরসভার নায়েবে আমির মোঃ শাহ আলম, জামায়াতে ইসলামী সাঙ্গু সাংগঠনিক থানা শাখার আমির মাস্টার সিরাজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ শামছুদ্দিন, সাতকানিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব, সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা চক্রবর্তী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের নেতৃত্বে আসীন হবে। তাই তাদের প্রতি সহিংসতা, বৈষম্য ও অবহেলা রোধে পরিবার ও সমাজের ভূমিকা অপরিহার্য।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে এবং পরিবার থেকেই তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের মা। আর একজন আদর্শ মা গড়ে তুলতে পারে শিক্ষিত পরিবার ও নেতৃত্বদানে পারদর্শী সন্তান। তাই কন্যাশিশুদের ভালোবাসা, যত্ন ও উৎসাহ দিয়ে বড় করতে হবে, যাতে তারা নিজের স্বপ্ন পূরণে সক্ষম হয়। সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনা পেলে এই কন্যাশিশুরাই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।


সম্পর্কিত খবর