হাটহাজারী উপজেলায় ৮৫০ জন কৃষকের মাঝে সবজি বীজ ও সার প্রণোদনা বিতরণের কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে কৃষি উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, উপজেলার আমন ধানের আবাদ বর্তমানে প্রায় ৮৯০০ হেক্টর জমিতে বিস্তৃত। কিন্তু বোরো মৌসুমে, যা দেশের প্রধান ধান আবাদের সময়, মাত্র ৪৬০০ হেক্টর জমিতে ধান চাষ হয়। বিশেষ করে আমনের বড় অংশ সেচ সমস্যার কারণে পতিত থাকছে।
ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের মাধ্যমে খাল খনন, গভীর নলকূপ স্থাপন, এলএলপি স্থাপন ও সেচনালা মজবুত করার মাধ্যমে অন্তত ১০০০ হেক্টর নতুন জমিকে বোরো ধানের আবাদের আওতায় আনা সম্ভব। এতে প্রায় ৫০০০ মেট্রিক টন বেশি ধান উৎপাদন সম্ভব হবে।”
সভায় কৃষকদেরও অনুরোধ করা হয়, তাদের সমস্যার বিষয়গুলো উপজেলা প্রশাসনকে সরাসরি জানাতে। সবার সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে হাটহাজারীর কৃষি উৎপাদন আরও এগিয়ে যাবে।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.