

সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহবায়ক শুকুর মির্জার বিরুদ্ধে।
এ নিয়ে বুধবার (০৮ অক্টোবর) তাড়াশ থানায় এক সাংবাদিক বাদী হয়ে ওই যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে। অভিযোগে জানা যায়, তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়ায় রাজীব আহমেদ মাসুমের বাড়িতে ডেকে নিয়ে সাংবাদিক আসিফকে মারধর করা হয়।
ভুক্তভোগী আশরাফুল ইসলাম আসিফ তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট চককলামুলা গ্রামের বাসিন্দা এবং দৈনিক সবুজ বাংলা পত্রিকার চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
আসিফ জানান, স্থানীয় একটি সুফলভোগী দলের পুকুর দখলসংক্রান্ত অভিযোগে রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে সুফলভোগীরা মানববন্ধন ও থানায় অভিযোগ করেন। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ক্ষিপ্ত হয়ে ওই দুই যুবদল নেতা তাকে নিজ বাড়িতে ডেকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
তিনি আরও জানান, নির্যাতনের একপর্যায়ে তাকে জোর করে একটি স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করানো হয়। ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে তিনি “তাড়াশ অপরাধ নামা” ফেসবুক পেজে লাইভে এসে পুরো ঘটনা তুলে ধরেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।
অভিযোগ অস্বীকার করে রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জা বলেন, তাকে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ব্যতীত নিয়ম অনুযায়ী সাব লিজ নিয়ে অন্য কেউ চাষ করতে পারেন কি না—এ প্রশ্নের জবাবে তারা নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি।
এ বিষয়ে তাড়াশ উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহআলম বলেন, সাংবাদিক নির্যাতনের বিষয়টি প্রথমবার শুনছি। অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হবে।