চট্টগ্রামে পটিয়ায় ইসলামী ব্যাংক থেকে হঠাৎ স্ত্রী অর্পন দত্তকে চাকরিচ্যুত করায় স্বামী লিটন কুমার দাশ (৪৪)টেনশনে স্ট্রোক করে ৮ই অক্টোবর বুধবার দুপুর ৩টায় মারা যায়।
পারিবারিক সুত্রে জানা যায়, অর্পন্না দত্ত দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংক ঢাকা ধনিয়াপাড়া শাখার সহকারি অফিসার(ক্যাশ) পদে কর্মরত আছেন।গত রবিবার রাত তিনি টার্মিনেশন(চাকরিচ্যুত)লেটার পেয়ে বুঝতে পারেন তার চাকরি নাই।স্বামীকে তা বুঝতে না দিয়ে সোমবার তাকে নিয়ে ঢাকার বাসায় যান মালামাল নিয়ে আসতে।তখনই স্বামীকে বলেন, তার চাকরি নাই।এত লিটন কুমার দাশ মানসিক ভাবে ভেঙে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানান।
ইসলামী ব্যাংক সিলেট হবিগঞ্জ শাখার সহকারী অফিসার আবু তৌয়ব সোহেল (টার্মনেশন প্রাপ্ত)বলেন, হঠাৎ স্ত্রীর চাকরি চলে যাবার খবর সইতে না পেরে স্ট্রোক করে মারা যায়।সোমবারে তার বোন ও টার্মিনেশন প্রাপ্ত হয়।
সে চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌরসভার ২নং ওয়ার্ডে সুচক্রদন্ডী গ্রামের সুবিমল দাশের পুত্র। ইসলামী ব্যাংকের বর্তমান ম্যানেজম্যান্ট এস আলম গ্রুপের অযোগ্য দেখিয়ে ইতোমধ্যে ৪ হাজার জনকে টার্মিনেশন করেছে। টার্মিনেশন প্রাপ্তদের বাড়ি চট্টগ্রামের পটিয়া।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.