

চট্টগ্রামের মিরসরাইয়ে পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেছেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী। বুধবার (৮ অক্টোবর) পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ছালেকের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুলল আউয়াল চৌধুরী৷
প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল চৌধুরী বলেন, আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার যে বার্তা সেটি আমাদের সবাইকে জানতে হবে৷ দেশের একজন সাধারণ নাগরিকের অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা এসব কিছুই বিদ্যমান ৩১ দফার মধ্যে৷
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, উপজেলা বিএনপির সদস্য নুর হোসেন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক ফজলু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামছুল হুদা খানসাব, উপজেলা তাঁতীদলের আহবায়ক মাঈনউদ্দিন মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির নেতা রেজাউল করিম মাষ্টার, পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আয়নুল কবির, হাইতকান্দি বিএনপি নেতা আর্কিটেক্ট মোসলিম উদ্দিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।