বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

লংগদুতে ঝড়ের কবলে পড়ে দুই শিশু সহ মহিলার মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে কাপ্তাই লেকে একটি ইঞ্জিনচালিত বোট ডুবে গিয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজনই শিশু।

​গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। লংগদু উপজেলার গুলশাখালী থেকে মাইনীমুখ এফআইডিসি টিলা ফেরার পথে কাপ্তাই লেকের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ ভারি বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়ে যায়, যার ফলে বোটটি উল্টে যায় এবং আরোহীরা সবাই পানিতে ডুবে যান।

​এলাকাবাসীর তাৎক্ষণিক তৎপরতায় অনেকে আহত অবস্থায় উদ্ধার হলেও প্রথমে শিরিনা আক্তার (৩৭) নামে এক মহিলা এবং রানা (৭) নামের এক শিশু বাচ্চাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

​অপর এক শিশু, মাসুম (৫) নিখোঁজ ছিল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বহু খোঁজাখুঁজির পর বুধবার (১ অক্টোবর) বিকেলে তার মৃতদেহ উদ্ধার করে।

​এই হৃদয়বিদারক ঘটনায় লংগদু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই শিশুসহ তিনজনের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর বিষাদ বিরাজ করছে।


সম্পর্কিত খবর