

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের পক্ষ থেকে হাটহাজারী পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে পৌরসভা বিএনপি।
বুধবার (১ অক্টোবর) বিকেলে হাটহাজারী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে এসব উপহার তুলে দেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর, পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ দৌলত, এডভোকেট রিয়াদ, মোহাম্মদ হাবিব, নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, “ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে বিএনপি সবসময় মানুষের পাশে থাকতে চায়।