বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

মিরসরাইয়ে সিরাতুর রাসূল (সাঃ) সম্মেলন ও সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাসূল সৈনিক যুব পরিষদের উদ্যোগে মিরসরাইয়ে সিরাতুর রাসূল (সাঃ) সম্মেলন ও সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শুরু হওয়া সম্মেলন শেষ হয় রাত ১১টায়। উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে রাসূল সৈনিক যুব পরিষদের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এ সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাওলানা ইকবাল হোসেন আল মামুন ও মাওলানা রিদওয়ানুল হক নিজামপুরীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন আলহাজ মাওলানা মকছুদ আহমেদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তামজিদ হাসান।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জামিয়া নূরে মদীনার পরিচালক আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, চট্টগ্রাম বাতুয়া মাদরাসার সহকারী পরিচালক মুফতি ওবায়দুল্লাহ।

সম্মেলনে রাসূল সৈনিক যুব পরিষদের স্বপ্নদ্রষ্টা মাওলানা আশরাফ আলী নিজামপুরী, পরিষদের শূরা (ম্যানেজিং) সদস্য মাওলানা জাফর উল্লাহ নিজামী, মাওলানা হাফেজ শোয়াইব, মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী, মুফতি আরিফুল হক, মাওলানা আবদুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, হাফেজ ফয়জুল্লাহ, মাওলানা আবদুল হাই আল আজাদ, মাওলানা মফিজ উল্লাহ, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলমসহ মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ও বাজার ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে রাসূলের সীরাত সম্বলিত বইপুস্তক পুরস্কার প্রদান করা হয়।


সম্পর্কিত খবর